মিলন বৈদ্য শুভ,রাউজান প্রতিনিধিঃ
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন ধুমপানে প্রতি বৎসর দেশে ১লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ধুমাপানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতি বৎসর চিকিৎসা ক্ষেত্রে সরকারের ৩২ হাজার কোটি টাকা ক্ষতি হয়। ধুমপান যেমন নিজের ক্ষতি করে সেই সাথে পরিবার ও সমাজের ক্ষতি করে। ধুমপান থেকে বিরত থেকে বিভিন্ন প্রকার রোগ থেকে রক্ষা পেতে রাউজানকে ধুমপান মুক্ত করতে রাউজানের সকল মানুষের সহায়তা চাই। ৬ এপ্রিল শনিবার রাউজান পৌরসভার উদ্যোগে রাউজান উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ধুমপান বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, শিক্ষক হাবিবুল হক, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকি, শ্রমিক নেতা মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, আলহাজ্ব শাহজাহান ইকবাল যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, কাউন্সিলর এডভোকেট সমির দাশগুপ্ত. জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দিলীপ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু সহ অনেকে।
Leave a Reply