এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরের শিবপুর গ্রামে বিয়েল প্রলোভন দেখিয়ে ৩৭ বছর বয়সী এক নারীকে ধর্ষণের ঘটনায় শেরপুর থানায় ৬ এপ্রিল শনিবার রাতে নুর আলমের (৫৪) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আফসার আলীর মেয়ের প্রায় ১৩ বছর আগে কুসুম্বী ইউনিয়নের বাগড়া এলাকায় বিয়ে হয়। শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে নুর আলম আমার ননদের স্বামী হওয়ায় আমার শশুর বাড়িতে যাতায়াত করত।
পরবর্তীতে সে আমাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমি এতে রাজি না হওয়ায় নুর আলম তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে এমনকি তার পূর্বের স্বামী থেকে বিচ্ছেদ করিয়ে নেয়। এরই ধারাবহিকতায় গত শুক্রবার ৫ এপ্রিল সকালে নুর আলমের বাড়িতে গিয়ে বিবাহ করার অনুরোধ করলে নুর আলম তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ কারনে বিচারের দাবিতে ওই নারী থানা পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply