শাহজাহানপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিটা) সংস্কার কর্মসূচির অধীনে বাস্তবায়িত প্রকল্পে কাজ না করেই অর্থ আত্মসাৎ ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে ।যেসব প্রকল্প নেয়া হয়, সেগুলোর বেশিরভাগেই এক চতুর্থাংশের কাজ হয় না। কাজ হয় নামে মাত্র । দুটি প্রকল্প আছে কাগজে কলমে থাকলেও, বাস্তবে কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি । এভাবে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে শুধু কাগজের দলিলে। সরজমিনে গেলে বেরিয়ে আসে এসব তথ্য। জালালপুর ইউনিয়নের কাবিটা তৃতীয় পর্যায় ২০২২-২৩ অর্থ বছরে মুল কান্দি ঈদগাহ মাঠ মাদরাসা হইতে বাশারের বাড়ি পর্যন্ত রাস্তা পুননির্মাণের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয় ৪ লাখ টাকা। টি আর তৃতীয় পর্যায় ২০২২-২৩ অর্থ বছরের আর একটি প্রকল্পে মুল কান্দি কেন্দ্রীয় জামে মসজিদ হইতে মোস্তফার বাড়ি পর্যন্ত রাস্তা পুননির্মাণ কাজের বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লাখ টাকা। বরাদ্দ দেওয়া হলেও কোনো সরজমিনে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, এখানে কোনো কাজ করা হয়নি।আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম, এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ কবে আসে কবে যায়। কিছু বলতে পারি না।
এ বিষয়ে প্রকল্প সভাপতি শাহজাদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি কে এম শরিফুল ইসলাম (মনি) সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাশেদুল ইসলাম এর কাছে জানার জন্য তার অফিসে গেলে তার অসুস্থ জন্য তাকে অফিসে পাওয়া যায়নি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।
Leave a Reply