জুয়েল রানা,বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অভিনব এক উদ্যোগ গ্রহণ করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার অসহায়, কর্মহীন, দুস্থ, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।শনিবার (০৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার যায়যায়দিন অফিস প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দেয়া মানবিক মানুষের পক্ষ থেকে এই উপহারসামগ্রী পেয়ে ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে ১৫০টি পরিবারে।উপহারের মধ্যে রয়েছে ১ কেজি বাসমতি চিনিগুড়া পোলাও চাল, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ১ প্যাকেট (২০০ গ্রাম) এসিআই লাচ্ছা সেমাই, ১টি কোকাকোলা নুডলস ও ১টি (৭৫ গ্রাম) কেয়া লেমন সাবান।এই কার্যক্রমের সমন্বয়ক গণমাধ্যমকর্মী শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আবুল বাসার রাজন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান, সংবাদ’র সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খোলা কাগজ’র সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, কালের কন্ঠ’র সিনিয়র সাংবাদিক মোস্তফা খান, ভোরের কাগজ’র সাংবাদিক আবু রায়হান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র সাংবাদিক সুলতান মাহমুদ সম্রাট, ডিজিটাল পোস্ট অফিসের হার্ডওয়্যার টেকনিশিয়ান তানভীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নাছিম হোসেন অন্তর, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হৃদয় ও স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।
পাইকপাড়া গ্রামের বৃদ্ধ হযরত আলী বলেন, আমি কর্মহীন মানুষ। এখন কামাই রোজগার করতে পারিনা। ঈদ উপহার পেয়ে আমি খুব খুশি।ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। এটি একটি প্রশংসিত কাজ।
Leave a Reply