কলমে– মানিক চক্রবর্তী।
ভোরের হাওয়া মধুর আযান
ভাঙলো সবার নিদ,
রাঙলো ভূবন জাগলো সাড়া
আসছে খুশির ঈদ।
ডাকছে পাখি গাছে গাছে
ভরছে বাগান ফুলে,
বিশ্ব মুসলিম উঠছে জেগে
সব কিছু আজ ভুলে।
ঈদ যেন এক মহামিলন
মুসলিম ভাই ভাই,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
এক হৃদয়ে ঠাঁই।
ঈদ আনে ঐ শান্তির বাণী
খুশির মহাপ্লাবন,
ঈদ মানে ঐ শত্রু ভুলে
মানবতার এক বন্ধন।
Leave a Reply