নুহু ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
৬ এপ্রিল পটুয়াখালী জেলা পবিত্র মাহে রমজান উপলক্ষে ২১০ সহাস্রাধিক রোজাদারদেরকে ইফতার করালেন পটুয়াখালী পৌরসভার দ্বিতীয়বার সদ্য নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ।শনিবার ২৬ তম রমজানে পৌরসভার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফোরলেন সড়কে ২১০ সহাস্রাধিক রোজাদারকে ইফতার অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম মুসলিমপাড়া বায়তুল মোকারম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের। তার সাথে ছিলেন পটুয়াখাকী মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ তানভীরুল ইসলাম। এ সময় মেয়র মহিউদ্দিন আহম্মেদ আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি আগামী পাঁচ বছর সুষ্ঠুভাবে পৌরবাসীর খেদমত ও উন্নয়ন করতে পারে তার জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগন উপস্থিত ছিলেন।ইফতার অনুষ্ঠা নটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পটুয়াখালী বাসী নামের স্বেচ্ছাসেবী সংগঠনের ২১০ শতাধিক ভলান্টিয়ার নিয়েমিতে ছিলেন সকলের কাছে দোয়া চেয়েছে আমিন
Leave a Reply