আব্দুর রশিদ,ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ
“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারর ডোমারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।আজ শনিবার (৭ এপ্রিল) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এ সময় আরো বক্তব্য রাখেন-স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোঃ আল আমিন রহমান,এমটিইপিআই জনাব মোঃ হাবিবুর রহমান, পরিসংখ্যানবিদ জনাব লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমূখ।এ ছাড়াও হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে দিবসটি পালনে অংশ নেয়।
Leave a Reply