এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে জন-জীবন,এ যেন দেখার কেউ।রবিবার(২৫ মার্চ)রাত থেকে নরসিংদীর মনোহরদীতে লোডশেডিংয়ের ব্যাপক আকার ধারণ করেছে।যার দরুন এ অঞ্চলের মানুষের জন-জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস রমজানেও বিদ্যুৎ সংকটে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ জনগণ।মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর ও চালাকচর ইউনিয়নের চালাকচর এবং কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ মুসুল্লীর সাথে কথা বলতে গেলে তারা জানান,পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বর্তমানে আমরা দূঃর্বিসহ সময় পার করছি।দিনে ২৪ ঘন্টার মধ্যে মনোহরদীতে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে মাত্র ৩-৪ ঘন্টা।সাহরীর সময় বিদ্যুৎ চলে যায়।ইফতার ও তারাবীহ নামাজের সময় বিদ্যুৎ থাকে না।সারা দিনে বিদ্যুৎ আসা-যাওয়ায় ব্যস্ত,প্রচণ্ড গরমে রাত্রে বিদ্যুৎ না থাকায় আমরা ঘুমাতেও পারছি না,ইবাদতের মাস রমজান থাকার পরও বিদ্যুৎ সংকটের কারণে একাগ্রতার সাথে কুরআন তেলাওয়াত,নামাজ সহ অন্যান্য গুরুত্রপূর্ণ ইবাদত করতে পারছি না।চালাকচর বাজারের কয়েকজন কাপড় ব্যবসায়ী জানান,প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না,অসহনীয় গরমের জন্যে দোকানে বসে ব্যবসা করা কষ্টসাধ্য ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে।সব-মিলিয়ে এ মূহূর্তে আমরা কঠিন সময় পার করছি।
এমতাবস্থায় আমরা মনোহরদীবাসী পল্লী বিদ্যুতের লোডশেডিং সমস্যা উত্তোরণে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী,এ আসনের নির্বাচিত সংসদ সদস্য,মাননীয় শিল্পমন্ত্রী,মনোহরদী উপজেলা প্রশাসন,নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উর্ধ্বতন কর্মকর্তা,জি.এম মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতি এর সু-দৃষ্টি কামনা করছি।
Leave a Reply