এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধে ভাংচুর ও মারপিটের অভিযোগে আদালতে দুই পক্ষে পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। পক্ষ দু’টি হলো জমির মালিক দাবিদার ঠেঙ্গামারা এলাকার মৃত শাহ্জাহান আলীর ছেলে মো: আব্দুল হাকিম মান্নান এবং এনজিও প্রতিষ্ঠান টিএমএসএস’র পক্ষে মামলাটি দায়ের করেন ফাউন্ডেশনের আইন ও বিচার বিভাগের সিনিয়র ডেপুটি সুপারভাইজার মো: আব্দুল বারী।জমির মালিকানা দাবিদার মো: আব্দুল হাকিম মান্নানের দায়ের করা মামলায় বলা হয়েছে, বাদী গত ২৪ জানুয়ারী ৬১৭ নং রেজি:কৃত কোবলা দলিল মূলে ঠেঙ্গামারা মৌজার জে এল নং ৬৬, সিএস খতিয়ান নং ১৫৬, এমআরআর খতিয়ান নং ১৮০, আরএস নং ৫২১, সাবেক ৫৭০, হাল দাগ নং ৩৫৪ এ ৭৫৪ সহস্রাংশ জমিতে ইটের প্রাচীর দ্বারা বাউন্ডারী দিয়ে ভোগ দখল করে আসছিল। উক্ত জমি কমদামে খরিদ করতে ব্যর্থ হয়ে বাদী মান্নানকে উক্ত প্রতিষ্ঠানের লোকজন বিভিন্ন প্রকার হুমকী প্রদান করতে থাকে। এমনকি ওই জমি প্রতিষ্ঠানের নিকট স্বল্পমূল্যে প্রদান করা না হলে তাকে খুন জখমসহ মিথ্যা মামলারও হুমকী প্রদান করে। তারই জের ধরে গত ৩০ মার্চ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে মামলার আসামিরা দলবদ্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের বুলডোজার দিয়ে প্রাচীরসহ স্থাপনা গুড়িয়ে দেয়। এতে তার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে টিএমএসএস’র দায়ের করা মামলায় বলা হয়েছে, আসামি আব্দুল হাকিম মান্নান টিএমএসএস’র জমির পাশে একখন্ড জমি ক্রয় করে প্রতিষ্ঠানের জমি রাতের আঁধারে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল হাকিম মান্নানের নেতৃত্বে ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে মিস্ত্রি দ্বারা প্রাচীর নির্মাণ করতে থাকলে খবর পেয়ে প্রতিষ্ঠানের লোকজন তাতে বাধা দিলে আরিফ বিল্লাহ’র মাথায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ ছাড়াও তাদের মারপিটে আরও কয়েকজন আহত হয়।
Leave a Reply