এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধিঃ
শুক্রবার(৫ এপ্রিল)সকাল ১০ টায় মনোহরদী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মনোহরদী উপজেলার সু-যোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব হাছিবা খান এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ জন প্রান্তিক জনগণের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)এর নির্বাচিত সংসদ সদস্য,গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী,জনাব এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম.পি। ঈদ উপহার বিতরণকালে প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন,জনবান্ধব এ সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নিয়মিত প্রান্তিক ও অসহায় মানুষদের সহায়তা করা হয়।তবে আজকের এই ঈদ উপহার বিতরণ একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে,এতে উপজেলার কোন অসহায় বাদ যাবে না।কেউ ঈদ সামগ্রী পাবে,কেউ অর্থ পাবে।
এ সময় নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,জনাব নজরুল মজিদ মাহমূদ স্বপন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বাবু প্রিয়াশীষ রায়,শিল্পমন্ত্রী মহোদয়ের সু-যোগ্য উত্তরসূরী,বাংলাদশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী,মনোহরদী পৌরসভার মেয়র, মোহাম্মদ আমিনুর রশিদ সুজন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া,নরসিংদী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি,ইসরাত জাহান তামান্নাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌরসভার কমিশনার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply