ইমাদুল ইসলাম,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর অভয়নগর মাটি ভর্তি তলে সুখপাড়া গ্রাম মাটি বিক্রয় করতে ছিল। সেই টলেতে মেন রোডে ওঠার সময় একটি মোটরসাইকেল কে ধাক্কা দেয় মোটরসাইকেল চাল আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় জনগণের জানা যায় মোটরসাইকেল আলার কোন দোষ নাই এই মাটির ডলের ড্রাইভার এর দোষ। অপরাধকেত্রীর গাড়িটি পাশওয়ারি পুলিশ ফাঁড়ির আওতায় নেয়া হয়েছে। মোটরসাইকেল ও মাটির টলি পুলিশ ক্যাম্পে আছে এই মাটির ব্যবসায়ী গত বছর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল । স্থানীয় জনগণদের কাছ থেকে জানা যায় এই মাটির গাড়ি রাস্তায় উঠার সময় কোন সিগনাল না দিয়ে মেন রোডে উঠতে যায় মোটরসাইকেল চালকের প্রতি আঘাত দেয়। স্থানীয় জনগণের একই মত এর বিচার না হলে বারবার একই ভাবে। অপরাধ করে যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। এই গাড়ির কোন কাগজপত্র নাই ড্রাইভারের লাইসেন্স নাই কেমন করে এই এই গাড়ি গ্রামগঞ্জে চলে মাটি বিক্রি করা হয় এই গাড়িতে । যে গাড়ি কৃষি খেতে ব্যবহার করা উচিত সেই গাড়ি মাটি বিক্রয় ও ভাঁটা কাজে ব্যবহার করা হচ্ছে।
যাতে এই গাড়ি কোন রকমে মাটির বিক্রয় ক্ষেত্রে ব্যবহার করতে না পারে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। সুখপাড়া গ্রামে এই রাস্তায় দুর্ঘটনা ঘটতেছে। এই রাস্তা কোনো রকমে পার হওয়া যায় না। কিছুদিন আগে বাশুয়াড়ী আর দোলো চৌরাস্তা নাম স্থান মোটরসাইকেল ও বাইসাইকেলে দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়েছে একজনের। আজ মাটির তলে বাই বোস রাস্তা থেকে মেন রোডে ওঠার সময় কোন সিগনাল না দেখিয়ে। উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়। লেখার সাধারণ জনগণ বলছে এর যদি কোন বিচার না হয় তাহলে এরা পার পেয়ে যাবে আর বেশি করে দুর্ঘটনা ঘটাবে । তাই এলাকাবাসী উদ্যোগ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply