এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়চাপা বাজারে ” জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ” সহকারী পরিচালক,জনাব মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের নেতৃত্বে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। মানুষের জীবন ও স্বাস্থ্যের হানি হয় এরকম প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ করে রাখাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর” ৪৩ ধারায়” মাহবুব মিষ্টান্ন ভান্ডার”মালিক কে ১০০০ /টাকা ” আলিয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে কে ২০০০/ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করে রাখাতে “দেওয়ান মেডিকেল হলের” মালিক কে ২০০০/ টাকা সহ তিন দোকান মালিক এর কাছ থেকে সর্বমোট =৫০০০/টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় অভিযান সহযোগিতায় ছিলেন,স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,মোঃশাহনেওয়াজ ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স মোঃমোবারক হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply