শান্ত খান,ঢাকা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের সদস্য, চাষী ও উদ্যোক্তাদের সম্মানার্থে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত সবাই একে অপরের কুশলাদি বিনিময় করেন। আজ সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট প্রাঙ্গনে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য, চাষীসহ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের মহাসচিব এমএম মাজহারুল হক আমিনুর এতে সভাপতিত্ব করেন।আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ লুৎফর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপ-পরিচালক ফেরদৌস আহমেদ, সাবেক উপ-পরিচালক সালেহ আহমেদ, সাবেক উপ-পরিচালক ড. নীরদ চন্দ্র সরকার, প্রকল্প পরিচালক ড. আকতার জাহান কাঁকন ও সাবেক কো-অর্ডিনেটর আব্দুস সালাম প্রমুখ।এ সময় বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম. নজরুল ইসলাম, ডাঃ বজলুল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সদস্য এডভোকেট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মাশরুম উদ্দোক্তা ও চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুজ্জামান তালুকদার, বেবী আক্তার, সুজন আলী, পারভীন আক্তার, লাকী আক্তার, সাবিনা ও সবুর খান প্রমূখ। অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Leave a Reply