আল আমীন,নালিতাবাড়ী প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংসদ উপনেতা শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।বুধবার (৩ এপ্রিল) উপজেলার মরিচপুরান, রুপনারায়নকুড়া, নালিতাবাড়ী, রামচন্দ্রকুড়া ও কাকরকান্দি ইউনিয়নের ২ হাজার ২৫২ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে শাড়ি, শার্ট, ট্রাউজার ও শিক্ষার্থীদের মাঝে একটি করে থ্রি পিচ বিতরণ করেন তিনি।
এ সব বিতরণ কালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল, সার্কেল এসপি দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।সুত্র জানায়, বৃহস্পতিবার উপজেলার আরো বাকি ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
Leave a Reply