এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে জেলা প্রশাসকের নির্দেশনায় ৩০০ জন দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(২ এপ্রিল)পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩০০ জন দুস্থ ও অসচ্ছল পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন,নরসিংদী জেলার সু-যোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,জনাব ড.বদিউল আলম।মাননীয় প্রধানমন্ত্রী,র দেওয়া ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল, ৫ কেজি চাল,১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি সেমাই ও ৩ প্যাকেট নুডুলুস। এ সময় মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জনাব এম এস ইকবাল আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,পৌর মেয়র জনাব আমিনূর রশীদ সুজন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,জনাব আফরোজা সুলতানা রুবীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply