ফয়সাল মৃর্ধা,পুবাইল মেট্রো থানা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ পঁচিশ হাজার টাকা সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।টঙ্গী পশ্চিম থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল আউয়াল ও সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আউচপাড়া গিয়াস উদ্দিন খানের বাড়ীর ভাড়াটিয়া আসামী ১। মোঃ শামীম মিয়া(২৬), পিতা- মোঃ রহিম, মাতা- সাহানা, সাং মেষেরচর নামা, থানা- বকশিগঞ্জ, জেলা- জামালপুর এবং অপর আসামী ২। মোঃ মানিক মিয়া(২৯), পিতা-শামচুল, মাতা- নুরজাহান সাং সভারচর প্রাথমিক বিদ্যালয়ের পাশে, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর দ্বয়ের ভাড়া বাসা হইতে অদ্য ০৩/০৪/২০২৪ইং সকাল সাড়ে ছয়টার দিকে ২০ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ পঁচিশ হাজার টাকা
সহ উক্ত আসামীদেরকে আটক করা হয়। এ সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ০৪ তাং ০৩/০৪/২০২৪ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সাণির ১৯(গ) রুজু করা হয়। আসামীদ্বয় মাদকচক্রের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় বাসা পরিবর্তন করে অস্থায়ীভাবে ভাড়া বাসায় বসবাস করে মাদকদ্রব্য বিক্রয় করে থাকে মর্মে পুলিশ জানায়।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানায় মামলা রুজু করে আসামিদের কোটে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply