কলমে-জীবন আহম্মেদ ভুইঁয়া
এখন গভীর রাতে মাগো তোমাকে মনে পরে আমার মা
তুমি ঘুমিয়ে গেছো চির তরে
আর কি ফিরে আসবে না মা
বাহির থেকে ঘরে আসি যখন
মাগো তোমার মুখ দেখিনা তখন
মাগো বলে ডাকি না,আমার মা
বুকের ভিতর ঝরে বোবা কান্না
ভাইবোনেরা ঘরে যায় যে দেখা
তুমি ছাড়া মা আমি বড় একা
তোমাকে দেখা’র তৃষ্ণা মেটেনা
মা আমার মা, জননী আমার মা
তুমি কাছে নেই আমি বড় একা
সমাধীতে করি গিয়ে দেখা
মাগো তোমার পাগল ছেলে
মা, তোমাকে জীবন বিতৃষ্ণা
দমে দমে জপি আমার মা,
অন্তরেতে তুমি আমার মা,মা,
মা আমার মা, মা আমার মা
Leave a Reply