আসিফ,পঞ্চগড় জেলা উপজেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা বাজার জামে মসজিদের পশ্চিম পার্শে মুক্তিযোদ্ধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।আজ মঙ্গলবার রাত ০১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বোদা, পঞ্চগড়।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার।
তিনি জানান, বোদা উপজেলার বোদা বাজার জামে মসজিদের পশ্চিম পার্শে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে বোদা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যোগ দেয়।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা।
Leave a Reply