এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।আগুন নিয়ন্ত্রণ করাসহ ভবনে আটকে পড়া কয়েকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথার পাশে এমএ খান লেনে অবস্থিত মেরিনা নদী বাংলা কমপ্লেক্স মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, মাকের্টে আগুন লাগা ষষ্ঠ তলায় ইলেক্ট্রনিক্স ও ওষুধের গোডাউন রয়েছে। দুপুর সোয়া একটার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ষষ্ঠ তলায় ওষুধের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বিপণিবিতানের ষষ্ঠ তলায় ২০টি ওষুধের দোকান ও গুদাম ছিল। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের তিন ঘন্টা প্রচেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনের ১০ তলায় আটকে পড়া ১০-১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অগ্নিকান্ডে ১টি ওষুধের দোকান এবং ১৮-১৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আংশিক পুড়ে গেছে। অগ্নিকান্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply