মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত এক দ্বীনদার ভাইকে আর্থীক সহযোগীতা প্রদান করা হয়।আজ সকাল নয় ঘটিকায় সময় কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর ছোট্ট দেউলিয়া গ্রামের পনির মিয়ার বাড়িতে জাতীয় উলমা মাশায়েখ আইম্মা পরিষদ এর পক্ষ থেকে সহায়তা প্রধান করা হয়।যাকে সহায়তা প্রধান করা হয় তার নাম:নাম মুহাঃ পনির মিয়া,পিতা মুহাঃ আব্দুল মান্নান,গ্রাম ছোট দেউলিয়া, বক্তারপুর কালীগঞ্জ গাজীপুর।বিগত -২৯ ই মার্চ ২০২৪ রাত আনুমানিক-৯.০০ ঘটিকায় তারাবী শেষে দেখে বাড়িতে আগুন লেগেছে।তখন তার চিৎকার শুনে লোকজন আসে,এবং তাদের সহযোগীতায় আগুন নিভাতে সক্ষম হলেও-এতে এই হতদরিদ্র পরিবারের অনেক ক্ষয় ক্ষতি হয়।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত এক দ্বীনদার ভাইকে আর্থীক সহযোগীতা প্রদান করা হয়।উক্ত সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ- কালীগঞ্জ উপজেলা শাখার মুহতারাম সভাপতি মাওলানা আবু হানিফ সাহেব দাঃবাঃ ওসাধারণ সম্পাদক-মাওলানা আল আমিন আবরার সাহেব দাঃবাঃ ইসলামী শ্রমীক আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার,সম্মানীত সাধারণ সম্পাদক-মুহাঃ এহতেশামুল আলম মামুন,আরো উপস্থিত ছিলেন-মাওলানা মাঞ্জুরুল হক সাহেব মাওলানা জাকির হুসাইন সাহেব সহ অত্র এলাকার গৌন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply