আল আমীন,নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় কুরবান আলী (৫৫) নামের একজনকে ০৬ বস্তায় ৪৫ পিছ থান কাপড় সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ এপ্রিল ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার রাত সাড়ে এগারোটা দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুরবান আলী ওই এলাকার মৃত আঃ রহিমের ছেলে।থানা পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসী এলাকায় বিদেশি থান কাপড় পাচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
এসময় কুরবান আলীকে আনুমানিক এক লক্ষ আটাশ হাজার টাকার ০৬ বস্তায় ৪৫ পিছ থান কাপড় সহ গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তারকৃত কুরবান আলীকে সোমবার মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply