মাসুম হোসেন অন্তু,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।শনিবার (৩০ মার্চ) দুপুর ২টায় পৌরশহরের থানার ঘাট এলাকায় অবস্থিত নিউ রংধনু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডাঃ নিলুফা জেসমিন নিলু ও মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলমসহ থানা পুলিশের একটি দল।এ সময় নিউ রংধনু হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। হাসপাতালের পরিচালক ডাঃ আয়শা আক্তারের চিকিৎসক সনদ ২০০৯ সালে মেয়াদউত্তীর্ণ হলেও তিনি নবায়ন করেননি, কর্মরত চিকিৎসক ডাঃ এমএস আলমের কোন ধরনের সনদ দেখাতে পারেনি, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঈষধ সামগ্রী পাওয়া যায় এছাড়াও নার্সদের কোন প্রশিক্ষণ সনদ দেখাতে পারেনি।এ সকল অপরাধের কারণে নিউ রংধনু হাসপাতাল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এর আগে পৌর শহরের ডাকবাংলো পাড়ায় অবস্থিত পপুলার জেনারেল হাসপাতাল ও পিস ল্যাব হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় পিচ ল্যাব হাসপাতালকে ৫০ হাজার টাকা ও পপুলার জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি হাসপাতালকে মোট এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারমিন আলম বলেন, জনগণের সু চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শাহজাদপুর পৌর শহরের তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply