এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ৩১ মার্চ রবিবার বিকেলবেলা ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর বগুড়া অংশ পরিদর্শন করেন। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তীর সহযোগীতায় শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড, ধনুটমোড় বাসস্ট্যান্ড,মির্জাপুর বাসস্ট্যান্ড, বগুড়া বাজার বাসস্ট্যান্ডের অংশ বিশেষ যৌথভাবে পরিদর্শন করেছেন। এসময় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন আমরা নিরাপদ সড়ক যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরীন, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, শেরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম, শেরপুর পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বগুড়ার বনানী, শাজাহানপুর মাঝিরা, নয়মাইল বাজারেও পরিদর্শন করেন। এসময়ে বগুড়া জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক বিভাগ বগুড়া, সাসেক প্রকল্প কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনসহ সকলের সমন্বয়ে মহাসড়ক, আঞ্চলিক সড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সকল ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply