এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতকে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নবজাতকের ফুফু শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনালী ব্যাংক এরিয়ার মাহমুদ ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার এ ঘটনা ঘটে।নবজাতের ফুফু শাহনাজ বেগম বলেন, আমার ছোট ভাই রুবেলে স্ত্রী ফুয়ারা বেগমকে গত ৪ মার্চ সিজার করার জন্য মাহমুদ ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার ভর্তি করে দেই। আমার ভাবী সিজারের মাধ্যমে একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দেয়। আমার ভাতিজা জন্মের ঘন্টাখানেক পর তিনজন অপরিচিত ব্যক্তি এসে ক্লিনিকের ২য়তলায় আমাদের কক্ষে প্রবেশ করে। ওই সময়ে তারা বলতে থাকে এটা রুবেল এর সন্তান ও তার স্ত্রী। এদেরকে নিয়ে গেলেই টাকা পাওয়া যাবে। এই বলেই আমার কোলে থাকা নবজাতককে কেড়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময়ে আমার মা তাদেরকে বাঁধা প্রদান করে। আমি চিৎকার দিলে কর্তব্যরত ডাক্তার ও নার্সরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি আইনালা হোসেন (৩৩), রাজু মিয়া (২৮) এর কথামত অজ্ঞাত ব্যক্তিরা আমার ভাতিজাকে চুরি করতে এসেছিলো। আমি এ বিষয়ে প্রতিকার পেতে থানায় অভিযোগ দায়ের করেছি।
ওই ক্লিনিকে কর্মরত আয়া খাতিজা বেগম বলেন, তিনজন ব্যক্তি রুবেলের নবজাতক সন্তানকে ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তা ধস্তি ও হৈ চৈ করছে। আমি তাদেরকে দেখে মেইন গেটে তালা দিতে গেলে তারা পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ।
Leave a Reply