এম এ কাহার বকুল,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সামাজিক সংগঠন “আদর্শ রক্তদান সোসাইটি হাতীবান্ধা-IBDSH” এর কমিটি গঠন করা হয়েছে।আজ শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার আদর্শ রক্তদান সোসাইটি হাতীবান্ধা-IBDSH এর অস্থায়ী কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সংগঠণের প্রধান নির্বাহী জিয়াউর রহমান জিয়ার উপস্থিতিতে মুশফিক সালেহিন প্রান্তকে সভাপতি ও জুবাইর রহমান জিদানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মুশফিক সালেহিন প্রান্ত জানান “এই সংগঠনের মাধ্যমে আমরা রক্ত ব্যাংক গঠন করবো এবং সবসময় মানুষের রক্তের চাহিদা পূরণে সদা প্রস্তুত থাকবো”আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করলে আমরাও এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
Leave a Reply