কলমে -সুভাষ বসু
প্রতি দিনের মত আজোও সূর্যটা ভূবনদের তেতুঁল গাছের মগডালে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় লাল চাদর বিছিয়ে। খুব ভোর ভোর বিছান ছাড়ে মদন। অন্যদিন প্রাত কৃত্য যায় করতে যায় দূরের ঐ জঙগলে,
আজ ও ভুবনদের তেতুঁল গাছটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে। মালতী ঘুম থেকে উঠে অবাক! ধীরপায়ে স্বামী’র কাছে এসে-জানতে চাইলো,এ্যা মদনার বাপ!অমন উপরের দিকে ভাইলে কি দ্যাখতিছু? ক্যানে!!সূয্যুটা!!তু যে উদিন বললু লতুন বছর পড়বেক।কুথারে মদনার মা!সুয্যুটা তো একই আছে।হা শুনছু দুখীর ব্যাটাটা খাতে দে,খাতে দে খাতে দে বলে কমন কাদঁছেক। তুযে বললি লতুন বছরে সবেই লতুন হবেক।কুথা সবেই তো একেই আছেরে মদনার মা!!
Leave a Reply