কলমে—-সঞ্চিতা সিকদার
অবধারিত বিদায় জানি
তবুও বৃথা কন্দন ,
পদদলিত পথের ধুলায়
জীবনের সমাপন।
যন্ত্রণা অপমান শেষের দেশে ,
যতবার লাঞ্ছিত ভুবনে ।
মনের যত অপমান আজকে
ভুলিবো অতি যতনে ।
অবধারিত বিদায় জানি তবুও
বৃথাই আন্দোলন ,
দেশে দেশে বাজিছে যুদ্ধের মাদল।
সুদূর পথ পেরিয়ে এসেও
শুরু হোক পথচলা ,
নতুনভাবে নতুন পথে
উদ্দীপনা অবতারণা।
নব আনন্দে জাগো আজি,
করো নতুনের উদযাপন ।
Leave a Reply