নিরেন দাস,বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা ভারতে পাচারকালে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের প্রায় ২ শত ভরি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ২ জন সোনা পাচারকারীকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা।গত শুক্রবার (২৯ মার্চ) বিকালে ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার উচনা এলাকা থেকে সোনাগুলোসহ তাদের আটক করা হয়েছে।আটকরা হলেন,একই উপজেলার উচনা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)। সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
একই দিন সন্ধ্যায় জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক দল পাচারকারী ভারতে সোনা পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ১৯৯ ভরি ১২ আনা ২ রতি ওজনের ২০টি স্বর্ণের বার, চোরা চালান কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ সোনা পাচারকারীদের আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ রাতেই আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply