সোহেল,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে শুক্রবার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহ পুরের ঈদগাহ মাঠে প্রায় দুই শতাধিক মানুষ এ ইফতার মাহফিল অংশ গ্রহণ করে।।এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল বারী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ সম্ভাবনা চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ খলিলুর রহমান (খলিল)।এ সময় উপস্থিত ছিলেন পরানগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে এ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশসঞ্চালনায় হাবিবুর রহমান (হাবিব) অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ স্থানীয় সাংবাদিক সোহেল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে হাফেজ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বলেন মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। মাহে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করতে পেরে এবং তাদেরকে দুমুঠো খাওয়াতে পেরে আমি আনন্দিত।যদি সমাজের সচ্ছল ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসেন তাহলে রোজাদারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট হবে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া যায়।
Leave a Reply