উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লাহুড়িয়া পুলিশের অভিযানে একবছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।এনআই এ্যাক্টের মামলায় একবছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ সাহিদুল ইসলাম মারুফকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,বৃহস্পতিবার (২৮ মার্চ) গ্রেফতারকৃত আসামি সৈয়দ সাহিদুল ইসলাম মারুফ নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া সৈয়দপাড়া সাকিনের মৃত সৈয়দ আবুল কাশেমের ছেলে। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দীন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) দ্বীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সৈয়দ সাহিদুল ইসলাম মারুফ এর নামে লোহাগড়া থানায় দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলের লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দীন বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Leave a Reply