আব্দুর রশিদ,ডোমার প্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও কাঁচাবাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজারের মূল্য তালিকা সংরক্ষণ না করায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৮শে মার্চ) সকালে উপজেলার বোড়াগাড়ী বাজারে পরিচালিত নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও কাঁচাবাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন- সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে মুদি দোকানি রাশেদ ইসলাম (৩২)-কে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বেশকিছু প্যাকেটজাত সেমাই, চাল, সুজি, চানাচুর জব্দ করে তা ধ্বংস করা হয়।এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
Leave a Reply