ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হাওয়া মোটরসাইকেল ও টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে জেলা শহরের ফুড অফিস মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস-পাঠানপাড়া মহল্লার মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান ওরফে হাসান (৩০) ও খরমান আলীর ছেলে আরফান ওরফে ছোটন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার স্বরূপনগরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মো. রায়হান আলী। পথিমধ্যে দুর্বত্তরা তাকে মারধর করে ৪২ হাজার টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনাটি ভুক্তভোগী সদর থানাকে অবগত করলে, তাদের ধরতে তৎপরতরা বাড়ায় পুলিশ।তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ওই দুর্বত্তদের পরিচয় শনাক্ত করে হাসান ও ছোটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৪২ হাজার টাকা ও ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
Leave a Reply