মনির হোসেন,দোহার প্রতিনিধিঃ
ঢাকার দোহারে পবিত্র রমজান ও ঈদুল আযহা উপলক্ষে সকল হাট বাজারের ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭মার্চ) দুপুরে দোহার থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। দোহার থানার ওসি হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো.আশরাফুল আলম।সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে পরামর্শ দেয়া হয়। এছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এসময় আরও উপস্থিত ছিলেন শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সুমন, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, হাসপাতাল রোড ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিকগন জয়পাড়া ও দোহার উপজেলার বিভিন্ন বাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীবৃন্দ।
Leave a Reply