ঢাকা জেলা প্রতিনিধিঃ
ঢাকার সাভারে চাঁদা না পেয়ে মো. রতেন রেজা (৩৯) নামে এক প্রবাসীকে মারধর করে তার কাছে থাকা বিদেশি মুদ্রাসহ অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ পাওয়া গেছে।গত ২২ মার্চ সাভার পৌর ইমান্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে। সেদিনই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন-শাখাওয়াত (৫০),সোহেল (৪৫),ইয়াছিন (৩৫),ইসরাফিল (৩৭)। তারা সবাই সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ডের এলাকার বাসিন্দা। ভুক্তভোগী রতেন মিয়া সাভারের ইমান্দিপুরের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে থেকে চাকরি করতেন। ছয় মাস আগে তিনি দেশে আসেন। এরপর থেকেই অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হুমকি দিতে থাকে। গত ২০ মার্চ ইমান্দিপুর চৌরাস্তায় অপেক্ষার সময় অভিযুক্তরা তার কাছে আবারও চাঁদা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে লোহার রড ও লাঠিসহ দেশিয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। তাকে মারধর করে জখম করে। এ সময় ভুক্তভোগীর পকেটে থাকা ৩,০০০ টাকা, বাহরাইনের ১০০ দিনার (বাংলাদেশি মুদ্রায় ৩৪,০০০ টাকা), গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন (এক লাখ টাকা মূল্যমান) ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তাকে হত্যার হুমকি দেয় তারা। পরবর্তীতে তাকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর না দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা এএসআই জাকির তার সাথে প্রতিবেদককে দেখা করতে বলে ফোন রেখে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার কল দিও পাওয়া যায়নি।
Leave a Reply