শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ১ নং মাওনা ইউনিয়নের ফুলানির সিট গ্রামের জাহাঙ্গীর আলম বিজয় এর স্ত্রী সিরাজুম মনিরা শিমু (২৭)র স্বাম জাহাঙ্গীর আলম বিজয়ের মালিকানাধীন জমিতে ২৩ মার্চ ২০২৪ বেলা অনুমান ১১ ঘটিকার সময়, লক্ষাদিক টাকার আকাশী গাছের চারা ও কলা গাছ দাঁড়ালো অস্ত্র দিয়ে কেটে ক্ষতি করে ও হুমকি দিয়ে আসছে এবং দখলের পাঁয়তারা করছে একটি চক্র। একই গ্রামের পিতা মৃত শামসুল এর পুত্র মোহাম্মদ তোফাজ্জল(৪০),কবির হোসেন(৫৫), ছাতারের পুত্র লিটন মিয়া(৪২), কবির হোসেনের পুত্র মহসিন(২৮) , মাইন উদ্দিন এর পুত্র সাত্তার(৭০), মৃত শামসুলের স্ত্রী বানেছা(৬০), তোফাজ্জলের স্ত্রী মাজেদা( ৩৫),সাত্তারের স্ত্রী বাছেনা(৫৮), এরা দীর্ঘদিন যাবত পূর্ব শত্রু তার জের ধরে , অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ সময় তোফাজ্জল হোসেন তার সঙ্গিও লোকজনদেরকে নিয়ে অবৈধভাবে দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হইয়া, সিরাজুম মুনিরা শিমুর স্বামীর জমিতে অবৈধভাবে প্রবেশ করিয়া এলোপাথাড়ি ভাবে কয়েক শতাধিক আকাশি গাছের চারা ও কয়েক শতাধিক বিভিন্ন জাতের কলাগাছ কাটিয়া ফেলে, এ সময় শিমু, গাছ কাটার খবর পেয়ে তার জমিতে প্রবেশ করে, ঠিক ওই সময় তোফাজ্জল ও তার লোকজনদেরকে নিয়ে শিমুর উপর চড়াও হয়ে অনৈতিকভাবে তাকে গালিগালাজ সহ মারপিট করে গুরুতর আহত করেন,এ সময় শিমুল পরনে থাকার স্বর্ণ অলংকার ও তার সাইট ব্যাগে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় তোফাজ্জলের লোকজন।তোফাজ্জল ও তার লোকজন ওইখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যান ।
এ সময় শিমুকে হুমকি দিয়ে বলেন, আজকে তোকে জানে মারতে পারলাম না, ভবিষ্যতে সুযোগ পাইলে তোকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিব।শিমুর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।আহত শিমু দুই মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা যায়। এ বিষয়ে সিরাজুম মনিরা শিমু, বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
Leave a Reply