বিল্লাল হোসেন,শেরপুর থেকেঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভাইস চেয়ারম্যান হতে চান বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের মন্ডল। প্রতিদিন ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে নিজের প্রার্থীতা জানান দেওয়ার পাশাপাশি তাদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেছেন তিনি।উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরীফ উদ্দিন সরকার সহ এ প্রার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে উপজেলার শারি কালিনগর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের মন্ডল। তার প্রয়াত পিতা ছাদেক মন্ডল ছিলেন কৃষক ও সমাজসেবক।আব্দুল কাদের মন্ডল তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরীফ উদ্দিন সকারের আপন ভাতিজা। ৮ ভাই বোনের মধ্য আব্দুল কাদের মন্ডল তৃতীয়। এবং তার বর্তমান ঠিকানা ঝিনাইগাতী সদরের শফিউদ্দিন আহাম্মেদ কলেজ সংলগ্ন বন্ধভাট পাড়া গ্রামে।দীর্ঘদিন যাবৎ, সামাজিক ও মানবিক বিভিন্ন উন্নয়ন ও সেবা মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেন কাদের মন্ডল। মাদ্রাসা,ঈদগাহ মাঠ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও রয়েছে তার অবদান।করোনা কালীন সময়ে নিজের স্বাস্থ্যর ঝুঁকি জেনেও উপজেলার ৭টি ইউনিয়নে জনসচেতনতার পাশাপাশি স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। পাশাপাশি অসহায় হতদরিদ্র দুঃস্থ এসব পরিবারের ছেলে-মেয়েদের পড়ালেখায় আর্থিক সহায়তা করে আসছেন। প্রত্যেক বছরের গরীব অসহায় হতদরিদ্র দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছেন। এ ছাড়াও নিজস্ব তহবিল থেকে প্রায় সময় তিনি আর্থিক সহযোগিতা করায় অল্পতেই যথেষ্ঠ সুনাম ও জনপ্রিয়তা অর্জন হয় তার। আব্দুল কাদের মন্ডল, তিনি ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ে সহ দুই সন্তানের জনক। মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে আর ছেলে আসিফ হাসান পড়াশোনা করে।ঝিনাইগাতী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আব্দুল কাদের মন্ডল জানান,স্মার্ট ঝিনাইগাতী গড়ার লক্ষ্য নিজের প্রার্থীতা জানান দেওয়া হয়েছে।
প্রত্যেক দিন ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছি। বিজয়ী হলে স্মার্ট ঝিনাইগাতী গড়তে যা যা করার সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পাশাপাশি এ উপজেলায় বরাদ্দকৃত সরকারের সকল সুফলের সেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply