জুয়েল রানা,বিশেষ প্রতিনিধিঃ
যার এক বেলা খাবারের জন্য হাত বাড়াতে হতো মানুষের ধারে ধারে এখন আর হাত বাড়াতে হবেনা কারো কাছে পঙ্গু হযরত আলীর পঙ্গু হযরত আলী প্রায় দুই বছর আগে রোড এক্সিডেন্টে করে তার দুটি পা হারায়। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দারিদ্র্যতা থেকে মুক্তি পেলেন পঙ্গু হযরত আলী:ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা দিবসে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে দোকান উপহার দিয়ে এক ব্যতিক্রমী আলোড়ন সৃষ্টি করল ফুলপুর প্রেসক্লাব । (২৬ মার্চ ) মঙ্গলবার দুপুরে ফুলপুর পৌর এলাকার বালিয়া মোড়ে দিউ এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. হযরত আলী কে ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে ও হিরু আতিক মটরস্ এর সৌজন্যে একটি মুদির দোকান উপহার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবি এম আরিফুল ইসলাম ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন। আতিকুর রহমান, আজাহারুল ইসলাম,বাহার, আবু রায়হান,এবং প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply