আব্দুল জব্বার,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে খাস জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ১ নং খাস খতিয়ানের ৫৪৯ নং দাগে বাড়িটি নির্মাণ করছেন মো. আইনুল হক নামে এক ব্যক্তি। তিনি পদমপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।এ বিষয়ে আইনুল হক খাস জমিতে বাড়ি নির্মাণের কথা স্বীকার করে বলেন, এই জমির কোন কাগজপত্র আমার কাছে নেই। তবে ভূমি অফিস থেকে আমাকে নিষেধ করায় আমি কাজ বন্ধ রেখেছি।
লেহেম্বা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কয়েকবার ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply