এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বহন করছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ই মার্চ) সকাল ৭ টার দিকে বগুড়া র্যাব-১২, সিপিএসসি একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার উপরমান বানিয়াডাঙ্গী গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মাদক ব্যবসায়ী মোকসেদুল ইসলাম (৪২)ও মৃত মোবারক হোসেন এর ছেলে মাদক ব্যবসায়ী রাসেল হোসেন (২৭), কে তাদের চালিত ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২টি সীম ও নগদ ৫০০০ হাজার হাজার-টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply