সাইফুল ইসলাম সানি,ভোলা প্রতিনিধিঃ
অদ্য ১৩ রমজান ২৪ মার্চ ২০২৪ রোজ রবিবার বিকাল ০৪:০০ ঘটিকায় ভোলা সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার ইফতার মাহফিল’২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-রমজান মাস ইবাদত বন্দেগীর মাস। একজন মুসলমান ঘরে, বাহিরে, মসজিদে, ক্যাম্পাসে সব জায়গায় আল্লাহর ইবাদত করতে পারে। রমজান মাসে এর পরিমাণ আরো বেড়ে যায়। সারাদিন রোজা রেখে ক্যাম্পাসে সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে একসাথে ইফতার করাটা কোনো দেশদ্রোহী কাজ নয় বরং সওয়াবের কাজ, সেখানে ছাত্রলীগের নগ্ন হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।অপর দিকে খাদ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর জুলুম করা হচ্ছে। প্রতিটি পণ্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতে থাকলে শান্তিপ্রিয় সাধারণ জনতা অশান্ত হয়ে উঠবে।রমজান মাস এক বরকতময় মাস। এ মাস সকল অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন ও পাপাচার থেকে মানুষকে দূরে থাকার বার্তা দেয়। এ মাসে বদর যুদ্ধ হয়েছিল। আমাদেরকে বদরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।কলেজ সভাপতি মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহান এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক নবযুগ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেহেদী হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সাবেক সভাপতি এইচএম ইব্রাহিম খলিল , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান সহ প্রমূখ নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ও নবাগত সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে, ভোলা সরকারি কলেজ শাখার ২০২৩ইং সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ২০২৪ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতি: মুহাম্মদ মাইনুদ্দিন, সহ-সভাপতি: মুহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক: মুহাম্মদ রাকিব হোসেন
Leave a Reply