মতিউর রহমান রাজু,খুলনা প্রতিনিধিঃ
গত ১০ ই রমজান (২১ মার্চ) বিকাল ৪ টায় খিদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের উদ্যেগে টিম সভাপতি মাওঃমশিউর রহমান খুলনাভী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমান অপু সঞ্চালনায় নগরীর খালিশপুর ও দৌলতপুর থানার বিভিন্ন জায়গায় অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়,ইফতার বিতরণ শেষে খালিশপুর ১০ নং ওয়ার্ডস্থ মরহুম আঃসত্তার নাজেরা ও হিফজুল কুরআন মাদ্রাসায় টিম দায়িত্বশীল ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃআল আমিন সাহেব দাঃবাঃ এ ছাড়াও উপস্থিত ছিলেন খিদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সিনিয়র সহ সভাপতি মোঃমেহেদি হাসান তামিম,সহ সভাপতি মোঃআফরোজ আলম, যুগ্ন সম্পাদক মোঃসাইমন ইসলাম রবিন, কোষাধক্ষ্য মোঃসাকিব রহমান সহ টিমের অন্যান্ন সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, টিম সভাপতি মাওঃমশিউর রহমান খুলনাভী জানান তাদের সকল উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্খীদের সহযোগিতা ও পরামর্শে এ কর্মসূচী চলমান থাকবে। এছাড়াও তারা ২০১৮ সাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী,রক্তদানে উৎসাহ মূলক প্রগ্যাম, অসহায়দের সহযোগিতা, রমজানে এতিম ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,কোরবানীর গোস্ত বিতরন, মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা ও মায়্যেত গোসল সেবা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।
Leave a Reply