ইমাদুল ইসলাম,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।গত ইং-১৬/০৩/২৪ তারিখ অপহৃত ভিকটিম সোহাগ হোসেন ও হাবিবুর রহমানদ্বয় সবজি বিক্রি করে নগদ ৪,৫০,০০০/= টাকাসহ ঢাকা হতে বাসযোগে যশোর আসার পথে কোতয়ালী মডেল থানাধীন চাচড়া সাকিনস্থ জনৈক তরিকুল ইসলাম শাহিনের ২য় তলা ভবনের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর আসামাত্র পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা অপহরণকারীগণ ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহৃত দুজনকে বাস হতে নামিয়ে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে নগদ টাকা রেখে কেশবপুর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা যশোরের টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত করেন। ভিকটিমদের সহ অভিযান পরিচালনা করিয়া ২০/০৩/২৪ তারিখ যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য (১) হারুন অর রশিদ (৩৩), (২) পিয়াস হাসান (২৪), (৩) ইশতিয়াক আহম্মেদ (২৪), (৪) রাশেদ হাওলাদার (২৮), (৫) সোহেল আহম্মেদ বাবু (৩২), (৬) উজ্জ্বল হোসেন (৩০), (৭) হাফিজুর রহমান (৩২) দের গ্রেফতার করেন এবং তাদের দখল হতে চাঁদা আদায়ের নগদ ২,৫০,০০০/= টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন। আসামীরা সংঘবদ্ধ অপহরনকারী চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন যাবত এই পেশায় জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। আসামীরা ইতোপূর্বে অন্য কোন ঘটনা সংঘটিত করেছে কিনা তদন্ত করা হচ্ছে।এ ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৮, তাং-২১/০৩/২৩ খ্রিঃ, ধারা-৩৬৫/৩৮৬/১৭০/৩৪ পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন তদন্ত করছেন।
Leave a Reply