মোয়াজ্জেম সরকার রুবেল,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে আনারুল ইসলাম পিতা মোহাম্মদ দলিল উদ্দিন মাতাঃ মাহমুদা খাতুন ঠিকানা নান্দাইগাও ইনন ২ নং পলাশবাড়ী ৫ নং ওয়ার্ড বিবাদী ১/মোঃ শহিদুল ইসলাম বয়স (৩৫) ২/মোহাম্মদ রশিদুল ইসলাম বয়স( ৪৬) উভয় পিতা শহরউল্লাহ ৩/মোহাম্মদ মাহবুবুর আলম বয়স (৪৮)পিতা মৃত্যু আব্দুল হামিদ খান সাং বৈরাগী পাঠানপাড়া ৪/মোহাম্মদ আবদুর রহমান বয়স (৫০) শিক্ষক মুরারিপুর দাখিল মাদ্রাস পিতা অজ্ঞাত, সাং মুরালিপুর তাদের বিরুদ্ধে,বীরগঞ্জ থানায় আসিয়ে জিডি করেছেন জিডি নং ১২০৬ তারিখ ২০/০৩/২০২৪ মহামান্য হাইকোর্টের আদেশে আমি ২ নং পলাশবাড়ী ইউনিয়নের বিবাহ ও রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করিয়া আসিতেছি। অপরাধীকে বিবাদীদের শহীদ আমার পূর্বের জের হইছে বিবাদ চলে আসিতেছে। উক্ত বিরোধের জের বিবাদীগণ আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার সুযোগ খুঁজিতে থাকে। এত দ্বারা বহিরা গত ২০/০৩/২০২৪তারিখে বিকাল অনুমান ৩ টা ৪৫ ঘটিকার সময় বিবাদীগণ তাহাদের পক্ষের একজন ব্যক্তিরমাধ্যমে আমাকে বীরগঞ্জ থানা দিন মাইনুর স্কুল বাজারে বটতলা বৈঠকে ডাকিয়া আনে আমি সেই মোতাবেকের ঘটনা স্থলে বিবাদিগণ আমাকে পূর্ব বিরোধের জের ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি এহার কারণ জানিতে চাইলে বিবাদীগণ উত্তেজিত হইয়া আমার শহিদ মার পিট করিতে থাকে। এক পর্যায় ২ নং ব্যক্তি আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফলা জখম করে। বিবাদীদের মারপিটের আমি মাটিতে পরিয়া গেলে ৩ নং ও ৪নং বিবাদী আমাকে এলোপাতাড়ি লাথি মারিতে থাকে ওই সময় আমি চিৎকার করিলে সাক্ষী -১।মোহাম্মদ মনির হোসেন পিতা মৃত্যু তুমিসউদ্দিন নন্দাই গা, ২।মোঃ আমিনুর রহমান পিতা মৃত মজিরউদ্দীন বৈরবাড়ি উভয় থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমাকে বিবাদীদের কাছে থেকে হইতে উদ্ধার করে। ওই সময় বিবাদীগণ উপস্থিত লোকজনদের তোকে উক্ত ইউনিয়নের কাজী দায়িত্ব পালন করিতে দিবে না একা পাইলে মারপিট কোরিয়া গুরুতর জখম করিবে আমার পরিবারের সদস্যদের ক্ষতি করিবে মর্মে বিভিন্নভাবে ভয় ভীতু ও কি প্রদান কোরিয়া দ্রুত ঘটনার তাল হইতে চলিয়া যায়। পরবর্তীতে সাক্ষীসহ উপস্থিত লোকজনদের আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বীরগঞ্জ দিনাজপুর চিকিৎসার জন্য ভর্তি করে।
Leave a Reply