বকুল,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়, কমিউনিটি ক্লিনিকে ওয়েটিং চেয়ার বিতরণ ও উপজেলা পরিষদ এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী, উপজেলা আ’লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার, স্বাস্থ্যকর্মীসহ আরও অনেকে।
Leave a Reply