বিল্লাল হোসেন,শেরপুর থেকেঃ
দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার ঝিনাইগাতীর সিনিয়র বিশিষ্ট সাংবাদিক এসকে সাত্তারের সহধর্মিনী হীরা সাত্তার (৪৮) ১৮ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্বামী, দুই ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।হীরা সাত্তার দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ভারতের কলকাতা এপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পথে সৈয়দপুর বিমান বন্দরে আসার পর গত ১৫ মার্চ ব্রেইন স্ট্রুক করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মঙ্গলবার (১৮মার্চ বিকেলে) ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহামুদ উজ্জ্বলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার রোহের মাগফেরাত কামনা করেছেন । জানাজায় এলাকার সর্বস্তরের মুসল্লীগণ অংশ গ্রহন করেন।
Leave a Reply