ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্য,প্রয়াত দ্ইু শিক্ষক শাহনেয়ামতুল্লাহ কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ কবিরের পরিবারকে প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকার (সদস্যদের একদিনের বেতনের ৩০ শতাংশ) চেক প্রদান করা হয়েছে।
সোমবার(১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সমেম্মলন কক্ষে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি,চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। সমিতি সভাপতি ও নাচোল মহিলা কলেজ অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমান,শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীন কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলি সহ প্রয়াত শিক্ষকদেও সহকর্মী,পরিবারের সদস্য ও সমিতি নেতৃবৃন্দ
Leave a Reply