আলফাজ মামুন নুরি,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি। সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমদ সিআইপি। আলোচনায় অংশগ্রহণ করেন বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন ও ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ।
এ ছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক আদিল ইলাহী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আইন বিভাগের ১৬তম ব্যাচের তারিকুল ইসলাম হৃদয়, সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান খান হাবিবা মুস্তারিন সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বহু সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনারের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply