1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

শিবগঞ্জে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন , চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, চককীত্তি ইউনিয়ন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।রবিবার (১৭ মার্চ) সকালে এ উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা, চককীত্তি ইউনিয়ন পরিষদের অস্থায়ী শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিনটি উপলক্ষে প্রায় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন চেয়ারম্যান আনু মিয়া, শিশু দিবস উপলক্ষে ইউনিয়নের বাইরে, ধাইনগর ইউনিয়নের লাওঘাটা গ্রামের অসহায় দরিদ্র নবমুসলিম শালমাকে , (২ বান্ডিল) ঢেউ টিন প্রদান করেন, দিনটি উপলক্ষে হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী মোসাঃ মিম খাতুনকে প্রতি মাসে (৫০০ শত টাকা) প্রদান করার অঙ্গীকার করেন, এছাড়াও প্রায় (৩ শত) এতিম শিশুদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন চেয়ারম্যান আনু মিঞা, অনুষ্ঠানে বঙ্গবন্ধুর, রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান শিমেল।চককীত্তি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়ার সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রাকিবুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-১ শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ তাঁতীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক সহ বিভিন্ন জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আনোয়ার হাসান আনু মিঞা বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও সম্মোহনী নেতা। তিনি জাতিকে স্বপ্ন দেখেছিলেন, এ দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, এই স্বপ্ন সকলেই দেখাতে পারেনা। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓