মাসুম হোসেন অন্তু,সিরাজগঞ্জপ্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার প্রমূখ। সভা শেষে ‘কিরাত, হামদ ও নাত, চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি’ বিষয়ে ৩৩ জন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply