মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে পৌর পার্কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শাহ্ মোসলেহ্ উদ্দিন বিজন ( সভাপতি )আমিনুল ইসলাম মিঠু ( সিনিয়র সহ-সভাপতি ),এ এস এম হাবিবুল ইসলাম শাহীন ( সহ-সভাপতি ),আঃ রাজ্জাক সরকার ( সাধারণ সম্পাদক ),আল আমিন ( যুগ্ন সাধারন সম্পাদক ),হোসেন আলী ( সাংগঠনিক সম্পাদক ),সুজা মিয়া, ( দপ্তর সম্পাদক ), রাকিব মিয়া ( কোষাধক্ষ্য ) , মোঃ রফিকুল ইসলাম রাফিক ( কার্যকারী সদস্য ), মোঃ আজাদ মিয়া, সদস্য।
Leave a Reply